বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাটামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ'র নেতৃত্বে  লিফলেট  বিতরণ ও গণসংযোগ  অনুষ্ঠিত হয়েছে
 শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয়  সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এডভোকেট  ফজলুল হক আছপিয়ার পুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার আবিদুল হকের ষোলঘর কাজীর পয়েন্টস্থ বাসভবন থেকে এ উপলক্ষ্যে একটি র‍্যালি শুরু হয়ে শহরের কাজীর পয়েন্ট, বক পয়েন্ট, উকিল পাড়া, ট্রাফিক  পয়েণ্ট, সুরমা মার্কেট, মধ্য বাজার,পশ্চিম বাজার,দোজা মার্কেট ও কালিবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন শেষে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন তিনি। 

 ব্যারিস্টার  মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেন,
আমরা সুনামগঞ্জকে ফ্যাসিবাদমুক্ত,সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত  করতে চাই। 
সুনামগঞ্জের গণমানুষের জন্য একটি সুষ্ঠু ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। 
তিনি তার পিতা মরহুম ফজলুল হক আসফিয়ার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন,আমি আমার পিতার আদর্শকে ধরে রেখে সুনামগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখত চাই। 
তিনি দেশনেত্রী  বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র প্রতি হাতজোড় করে সুনামগঞ্জের -৪ আসনে বিএনপির মনোনয়ন চান এবং সুনামগঞ্জে উন্নয়নের নবদিগন্ত সূচনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. আনিসুজ্জামান শামিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য অ্যাড. তৌহিদ আহমেদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. মাকসুদুল হক জোহা,অ্যাড. জালাল উদ্দীন আসফিয়া সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।