শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সামাদ মুন্সী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ' আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যে অভিযোগ আনা হয়েছে, তাতে আমি স্তম্ভিত হয়েছি আমি।
তিনি বলেন, ' আমি একজন ব্যবসায়ী মানুষ। এর বাহিরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি।
তিনি আরও বলেন, আমার সহকর্মী শামসুল হক বিগত আওয়ামী লীগের বিভিন্ন সভায় এমনকি বিগত দিনে ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমান এর শোকসভা পালন করেছেন এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি শামসুল হক মেম্বার এবং কামাল হোসেন এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট অনুরোধ জানান।