পড়াশুনার পাশাপাশি জীবনমুখী শিক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইডিপি -৪ ভবন হস্তান্তর ও উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।
শিক্ষকদের উদ্যেশ্যে তিনি বলেন,' আপনারা সন্তানদের বোঝাবেন যে, মোবাইল দেখা ভালো না। আপনাদেরকে কিন্তু বাচ্চারা অনুসরণ করে। আপনারা তাদের কাছে একটা আইডল।
চলার পথে, কিভাবে চলতে হবে, সেই পরামর্শ তাদেরকে দিবেন। অপরিচিত কারো সাথে চলে না যাওয়া। শরীরের কোন জায়গায় টাচ করা ঠিক না,সে শরীরে কতটুকু টাচ করতে পারে, গুড টাচ,বেড টাচ সহ আদবকায়দার শিক্ষাটুকু দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আনোয়ার রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস, সহকারী এলজিইডি উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাস,
মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি শহীদুল হক সরকার প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শারমিন জাহান মনিরা।
সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রেকশানা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের প্রতিটি শ্রেণী কক্ষ সহ নতুন ভবনের কক্ষগুলো ঘুরে দেখেন তিনি। এসময় উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কথা ও দাবিগুলো শুনে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন তিনি।