ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুইন্যা হাওরের বিভিন্ন প্রকল্পের কাজ ঘুরে দেখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কাবিটা কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি অ্যাডভোকেট মহসিন রেজা মানিক প্রমুখ। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, উপজেলার ৮৬টি প্রকল্পের মধ্যে ৩০টিতে পুরোধমে কাজ শুরু হয়েছে। অন্য বাঁধেও কাজ শুরুর প্রস্তুতি চলছে। এবার উপজেলায় ১৯ কোটি ১৫ লাখ ২ হাজার টাকা বরাদ্দ রয়েছে।