সেচ্ছায় রক্ত সেবা একটি অরাজনৈতিক সংগঠন

সেচ্ছায় রক্ত সেবা  একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের সদস্যবৃন্দদের উদ্যোগে পীর শাহা কামালের দরগা হোগলা পাশা ইউনিয়ন, মোড়েলগঞ্জে বুধবার (২৬ মার্চ ২০২৫) ১৭৫ জন হতদরিদ্রর মাঝে ইফতার বিতরণ করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছায় রক্ত সেবা সংগঠনের উপদেষ্টা রিয়াজ তালুকদার,  রাকিবুল ইসলাম সাকিল, প্রতিষ্ঠাতা  পরিচালক এস. এম রিয়াজুল ইসলাম,  সংগঠনের সাধারণ সম্পাদক নিশাত মিত,  যুগ্ন সাধারণত সম্পাদক আজিজুল শেখ।   আরো উপস্থিত ছিলেন জুজখোলা রক্তদান ফান্ডেশনের সভাপতি রিয়াজ এবং  পরিচালক  বেলায়েত হোসেনসহ সেচ্ছায় রক্ত সেবা সংগঠনের  সদস্যবৃন্দ।  হতদরিদ্রগন ইফাতারি গ্রহন করে খুশি হয়ে সংগঠনের মঙ্গল কামনা করেন।এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।  সংগঠনের প্রতিষ্ঠাতা এস. এম. রিয়াজুল ইসলাম  বলেন,  সব ধরনের মানবিক কাজ করতে সবসময় সাথে আছি। যে কোন দূর্যোগ মোকাবেলা করতে সেচ্ছায় রক্ত সেবা   সংগঠন সবার পাঁশে থাকবে।