নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা  শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ গ্রামের মোঃ মামুন(২৫)নামের এক যুবকের ঝুলন্ত লাশ শনিবার সকাল ০৯:৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।মৃত মামুন স্থানীয় এলাকার মোঃ জয়নাল বেপারীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়-মৃত মামুন দীর্ঘ প্রায় ৩ বছর সৌদি আরবের পবিত্র ভূমি থেকে প্রবাস জীবন শেষ করে দেশে চলে আসেন।

গতকাল শুক্রবার রাতে মৃত মামুনের সাথে পরিবারের লোকদের কথা কাটাকাটি হয়।পরবর্তীতে মৃত মামুন ক্ষোভের জেরে বুকে জমানো চাপা ক্ষোভ নিয়ে শনিবার সকালে নিজ ঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।স্থানীয়দের মাধ্যমে সোনারগাঁও থানায় সংবাদ পৌঁছালে তাৎক্ষণিক পুলিশ এসে মৃত মামুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।উদ্ধারের পর মামুনের লাশ সোনারগাঁ থানায় আইনগত প্রক্রিয়া শেষ করে,নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহবুব আলম সুমন জানান শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রাম থেকে রেমিট্যান্স যোদ্ধা মামুন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মামুনের লাশ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।