হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অসুস্থ হয়ে তিনি ঢাকায় চিকিৎসা নেন। চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হালুয়াঘাটের বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
তার মৃত্যুতে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি, হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পারিবারিক সূত্র জানায়, মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।