দৈনিক প্রথম আলোতে প্রকাশিত “হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন” শিরোনামের প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি প্রথম আলোকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং নিজের জীবনের স্বচ্ছতা ও সংগ্রামী পথচলার কথা তুলে ধরেন।

হাসনাত লেখেন, “প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি—দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কতটা বিলাসী জীবনযাপন করি।”

তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে লেখা প্রতিবেদনের মাধ্যমে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই প্রচেষ্টা সফল হবে না। “থামার হলে তো সেদিনই থেমে যেতাম,” বলেন হাসনাত। তিনি দাবি করেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি আওয়ামী লীগের “ক্লিন ইমেজ ফেরানোর” বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, “আমি কত বিলাসি জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন—সবই একসেসযোগ্য। আপনারা চাইলে যাচাই করতে পারতেন। কিন্তু করেননি।”

প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি জোর দিয়ে বলেন, “গতকালের মিটিংএ আমার এসব বিষয়ে কোন কথাই হয়নি, প্রশ্নও হয়নি। অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন।”

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে তিনি কারও কাছ থেকে এক টাকাও নিয়েছেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। একই সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং তাদের প্রভাবিত রাজনীতির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে টার্গেট করা হয়েছে বলেও দাবি করেন।

“র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না,” উল্লেখ করে তিনি বলেন, যতদিন দেহে প্রাণ আছে, ততদিন তিনি দিল্লির সাম্রাজ্যবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাবেন।

এই পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রথম আলোকে অভিযুক্ত করেছেন “তথ্যসন্ত্রাস” চালানোর জন্য এবং বলেছেন, “এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না।”