আক্রান্ত শিশু জিয়াউদ্দিন সিয়ামের পাশে দাঁড়িয়েছে জনসেবামূলক প্রতিষ্ঠান 'যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন'

আক্রান্ত শিশু জিয়াউদ্দিন সিয়ামের পাশে দাঁড়িয়েছে জনসেবামূলক প্রতিষ্ঠান 'যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন'। সংগঠনটির পক্ষ থেকে তহবিল সংগ্রহ করে শিশু সিয়ামকে নগদ এক লাখ টাকা অর্থসাহায্য করা হয়।

ক্যানসার আক্রান্ত সিয়াম উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে।

শনিবার (২১ জুন) হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিয়ামের বাবা সাইদুল ইসলাম খানের হাতে এ অর্থসাহায্য তুলে দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল সিয়াম। চিকিৎসার খরচ যোগাতে বাবা সাইদুল ইসলাম খানের জমিজমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। পরে অতিরিক্ত চিকিৎসা খরচ যোগাতে না পেরে এলাকার বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন সিয়ামের বাবা সাইদুল ইসলাম খান। বিষয়টি যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সোহাগ হোসেনের নজরে আসলে তিনি তার সংগঠনের সেচছাসেবীদের নিয়ে হিজলা উপজেলার বিভিন্ন বাজারে চাঁদা কালেকশন করে এ অর্থসাহায্য করেন।

তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক সেনাসদস্য এস কে সুমন এবং সদস্য মো, আরাফাত, মো. সোহেল, নুসরাত জাহান, মো. শাকিল বেপারী, মো. আসিফ মাহমুদ, মো. সিদ্দিকুর রহমান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হিজলা উপজেলা শাখা মো. ইমাম হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সাকিব মাহামুদ, মুলাদী উপজেলা শাখা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ ও দপ্তর সম্পাদক রাকিব হাসান। 

যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহাগ হোসেন তহবিল কালেকশন বাস্তবায়ন করা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে অনেক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।'

এ আর্থিক সহায়তা পেয়ে সংগঠনের সব সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন সিয়ামের পরিবার।