বরিশালের হিজলা উপজেলায় মসজিদের কমিটি নিয়ে দ্বন্ধের জেরে ৫ই মে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে শামসুল হক নামে ১ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরে স্থানীয়রা আহতকে সামচুল হক কে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম প্রেরন করে।
জানা যায় গত ৫ই মে শুক্রবার জুম্মা নামাজের পরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন বাদামতলা জামে মসজিদের কমিটি নিয়ে এ ঘটনা ঘটে। এতে খুন্না গোবিন্দ্রপুর গ্রামের ইদ্রিস বেপারীর পুত্র সামছু বেপারী (৩২) কে নামাজ শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম করা হয়। আহত সামছু বেপারী জানায় আমাদের দেওয়া জমিতে মসজিদ মাদরাসার নির্মান করা হয়েছে। সেখানে জোড়পূর্বক হিরন হাওলাদার সভাপতি দাবী করে তিনি ও তার ভাই লোকমান হাওলাদার,আলমগীর হাওলদার মসজিদ মাদরাসার নামে বিভিন্ন স্থান থেকে অর্থ আদায় করে ব্যবসা করে আসছে।
এ নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভ তৈরী হলে মুসল্লিরা নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। আগেই এ সংবাদের টের পেয়ে সভাপতি দাবীদার হিরন হাওলাদার উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী এনে এক প্রভাবশালী নেতার মায়ের নামে দোয়া মিলাদের আয়োজন করে। মিলাদ শেষে নতুন কমিটির বিষয়ে আলোচনা করায় সভাপতি দাবীদার হিরন হাওলাদারের ভাই আলমগীর হাওলাদার ও ভাগিনা মিঠু হাওলদার বাড়ি যাওয়ার পথে আমাকে কুপিয়ে জখম করে।
মসজিদ কমিটির সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন তফাদার জানায় অনেকদিন ধরে মসজিদ কমিটি নিয়ে মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে আসছে। সে জন্য তারা নতুন কমিটি গঠনের বিষয়ে একমত হয়। বর্তমান কমিটির অনিয়ম বিষয়ে সামছু কথা বলায় তার উপর হামলা করা হয়েছে। এই ব্যাপারে জানতে সাবেক সভাপতি হিরন হাওলাদার কে তার মুঠো ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া জয়নি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় মসজিদ কমিটি নিয়ে হামলার বিষয়টি শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।