কিশোরগঞ্জের হোসেনপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ও সন্ধ্যায় সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ বাজার হাই স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদলা ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোসাদ্দেক আলী ভূইঁয়া,
বিশেষ অতিথি হিসাবেঊ উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওয়ালী মোঃ জৈন উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আমিনুল হক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোসেনপুর উপজেলা। অধ্যাপক এ ডি এম মহিবুল্লাহ নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোসেনপুর উপজেলা শাখা। অধ্যাপক আজাহারুল ইসলাম সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোসেনপুর উপজেলাঊ শাখা । অধ্যাপক মোঃ নুরুল হক বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ), হোসেনপুর সরকারি কলেজ। সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ফকির, মাহাফুজুর রহমান সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ জেলা শাখা। মাও যুবায়ের ইবনে আঃ হাই লেচারাল, তাফসিরূ বিভাগ, হয়বতনগর এ.ইউ কামিল মাদ্‌রাসা, কিশোরগঞ্জ। মোঃ ওমর ফারুক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হোসেনপুর উপজেলা। সময় আরো উপস্থিত ছিলেন সিদলা ইউনিয়ন জমায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন মাওঃ উবাইদুল্লাহ সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিদলা ইউনিয়ন শাখা। আলোচনা সভা সঞ্চালনা করেন মোঃ লুৎফর রহমান সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিদলা ইউনিয়ন শাখা।