মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও একটি স্মাইপার বাইনোকুলার উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় ৫ জনকে আটক করা হয়েছে।বুধবার রাতে মাগুরা শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে যৌথ বাহিনী।
অভিযানে আটককৃতদে কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ রাউন্ড এ্যামো তাজা পিস্তলের গুলি, একটি শর্ট গানের টেনিস্কোপ স্মাইপার, ৫টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র। এ তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান।তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়। তাদেরকে রাতেই আমরা থানা হাজতে প্রেরণ করেছি। আমাদের সাথে সেনাবাহিনীসহ ছিলেন র্যাব ও পুলিশের সদস্যরা।আটককৃতরা হলেন, মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের মুন্সী পাড়ার ১। মাফুজ (২১) পিতা: মঞ্জু মোল্লা ২। শাকিল (২০) পিতা: রবি মোল্লা ৩। জারিফ (২২) পিতা: কামাল হোসেন মুন্সি ৪। তাবিন (২০) পিতা: আশিক রহমান ৫। বাবুল (২১) পিতা: আব্দুল হালিম।এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, আটককৃতদেরকে রাতেই যৌথবাহিনী মাগুরা থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।