নওগাঁর ধামইরহাট উপজেলায় কয়েকদিনের হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে রাস্তার একটি বট গাছ প্রায় ১মাস ধরে উপড়ে পড়ে রয়েছে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের উপরে।

এতে ওই ব্যবসায়ীদের প্রায় কয়েক লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে। দ্রæত ওই বট গাছটি অপসারণ না করা হলে তাদের আরো লোকসান গুনতে হবে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
জানা গেছে, উপজেলার আমাইতাড়া বাজারের ফার্শিপাড়া রাস্তায় গত মাসের ২১ জুন দুপুরে হালকা বৃষ্টিপাতের কারণে রাস্তার পাশে থাকা একটি বিশাল আকারের বট গাছ উপড়ে পরেছে ওই বাজারের মুমিন ইঞ্চিরিয়ারিং ওয়ার্কশপ এবং সমতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দুটি বঙ্গা মেশিন তৈরীর কারখানায়। এতে তাদের কারখানায় উপরের অংশের টিনের ছাউনি ভেঙ্গে পড়েছে। কারখানায় থাকা দুটি বঙ্গা মেশিন এই ঘটনায় দুমড়ে মুচকে গেছে। এতে ভুক্তিভোগী দুই ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমানে লোকসান গুনতে হচ্ছে। ওই বট গাছটি প্রায় ১মাসেও অপসারণ না করায় তাদের কারখানাগুলো দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। কারখানা বন্ধ থাকায় বঙ্গা মেশিন তৈরির কাজের সহিত জড়িত শ্রমিকরা বর্তমানে কর্মহীন দিন পার করছেন। দ্রæত গাছটি অপসারণ না হলে চলমান কয়েকটি মেশিন তৈরির কাজ তাদের হাতছাড়া হয়ে যেতে পারে।
এবিষয়ে মুমিন ওয়ার্কশপের মালিক সোহেল রানা জানান, বট গাছটি ভেঙে পড়াতে আমাদের কারখানার প্রায় ৪লক্ষ টাকার টিন শেডের ক্ষতি হয়েছে। এছাড়াও দুইটি বঙ্গা মেশিন যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধীক টাকার মেশিনগুলো দুমড়ে মুচড়ে গেছে। আমাদের কারখানায় ৮ থেকে ১০ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। দ্রæত গাছটি অপসারণ না করা হলে আমাদের ক্ষতির পরিমাণ আরো বাড়তে থাকবে। নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আহসান হাবীব জানান, গাছটি কর্তনের জন্য কয়েকদিন পূর্বে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অল্পদিনের মধ্যে গাছটি কর্তন করা হবে।