সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে ।


আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে। 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য উপাচার্যের কাছে ২১ দফা দাবি জমা দেওয়া হলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন হয়নি।
এছাড়াও বলেন, “তাদের দাবিগুলো যদি দ্রুত পূরণ করা না হয়, তাহলে তারা আবার  কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিচার না হলে জবির শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরবে না।” 

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ যেসব ফ্যাসিস্টের সহযোগী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের যারা ফৌজদারি অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে  হবে। অন্যথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পূর্ণ করে জকসু নির্বচন প্রক্রিয়া তরান্বিত করতে হবে। "


৫ দফা দাবি-
১. অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান করতে হবে এবং ১লা জুলাই ২০২৫ থেকে কার্যকর করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের তা অবহিত করতে  হবে। 

২.বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৭ একর জমিতে আগামী এক মাসের মধ্যে অস্থির আবাসনের কাজ শুরু করতে হবে এবং অবশ্যই তা আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। 

৩.ছাত্রদলের পক্ষ থেকে পূর্ব পর্যন্ত স্মারকলিতে এক মাসের বেধে দেওয়ার সময়ও ১০ দিন বাকি রয়েছে আগামী ১০ দিনের মধ্যে আগের তালিকায় অনুযায়ী ছাত্রলীগের শিক্ষার্থীদের ও নতুন প্রদত্ত তালিকা অনুযায়ী ফ্যাসিবাদীদের দোসর ৬৮ জন শিক্ষকদের ও ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

৪.বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ প্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

৫.বিচারের পর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জকসু প্রক্রিয়ার ত্বরান্বিতা করতে হবে।