গত ১১ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। ২২ অগস্ট সেই রায় পরিবর্তন করে বিচারপতি নাথের বেঞ্চ।

দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়ে বিতর্ক শুরু হয়েছিল, তাঁর নেতৃত্বাধীন বেঞ্চই সেই রায় পরিবর্তন করেছে। নতুন রায় দিয়ে তৃপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ। জানালেন, এখন তিনি শুধু পশুপ্রেমী মানুষদের নয়, কুকুরদের আশীর্বাদও পাচ্ছেন। সারা বিশ্বের নাগরিক সমাজ তাঁকে এই রায়ের জন্য চিনেছে।

গত ১১ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুর সরিয়ে ফেলতে হবে। তাদের জন্য আলাদা আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। সমাজের সর্বস্তর থেকে সেই রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন মানুষ। পশুপ্রেমীরা পথে নেমেছিলেন। বিতর্কের আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এই মামলাটির বেঞ্চ পরিবর্তন করেন এবং বিচারপতি নাথের বেঞ্চে মামলাটি পাঠান। ২২ অগস্ট বিচারপতি নাথের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ পূর্বের রায়ে কিছু পরিবর্তন করেন। বলা হয়, পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হবে শুধু টিকাকরণ এবং বন্ধ্যাত্বকরণের জন্য। তা হয়ে গেলে আবার তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে হবে। তবে র‌্যাবিস আক্রান্ত বা আগ্রাসী আচরণের কুকুরদের আর ফেরানো হবে না। রাস্তায় কুকুরদের খেতে দেওয়াও যাবে না বলে জানায় শীর্ষ আদালত।