বরিশাল এর মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়ন ৭নং ওয়ার্ডে কোন নিয়মকানুন এর তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে 
(আর এন বি)নামক অবৈধ ইট ভাটা।
যাহার মালিকানায় রয়েছে লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের গিয়াস উদ্দিন (গেসু মিয়া) সরেজমিনে গিয়ে দেখা যায় চারিদিকে সাজানো গোছানো গাছ গাছালী বেস্ঠিত সুন্দর মনোরম  মন জয় করার  মতো পরিবেশ। মাঝখানে গড়ে উঠেছে (আর এন বি) ইটভাটা। এলাকার সাধারণ মানুষ জানায়, আমরা অন্যান্য এলাকায় অনেক ইটভাটা দেখেছি সেগুলো জনমানবশূন্য খোলা জায়গায় গড়ে তোলা হয়েছে। কিন্তু এরকম পরিবেশে ইট ভাটা তৈরীর নজীর একমাত্র আমাদের এখানেই দেখা গেলো।
পুর্ব পাশে খলিলুর রহমান খানের বাড়ির ভিতরে জোর করে ইট তৈরির মাটি রাখা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি হতদরিদ্র গরিব মানুষ বলে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
আমার ছেলে মোঃ জিয়া উদ্দিন খান প্রতিবাদ করতে গেলে মালিকের ছেলেরা  বেধরক মারধর করে। এবং মেরে ফেলার হুমকি দেয় । তিনি আরো বলেন গেসু কয়েক বছর আগে পাতার হাট টু আলিখারহাট টলার যোগে যাত্রী পরিবহন করত। হঠাৎ তিনি অঢেল টাকার মালিক বনে গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তার ছোট ছেলে রাকিব আন্ধার মানিক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বিশ্বাস এর মেয়ে জামাই,সেই সুবাদে রাকিব এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসা করতেন।এখন তিনি তাদের ইটভাটায় ব্যবসার আড়ালে অবাধে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এলাকার সাধারণ মানুষের দাবী দ্রুত এই ইটভাটা বন্ধ করা না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে আমাদের আশেপাশের গাছপালা এবং কৃষি জমি।