অস্ট্রেলিয়ার নিউক্যাসলে সড়ক দুর্ঘটনায় আদিব ফারহান (২০) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোশাররফ হোসেন সুমনের বড় ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আদিব তার পরিবারের সঙ্গে ঢাকার নাখালপাড়া এলাকায় বসবাস করতেন। ও-লেভেল ও এ-লেভেল শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশে ৭ মাস আগে তিনি অস্ট্রেলিয়ায় যান। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অস্ট্রেলিয়ার মেইফিল্ড ইস্টে তাকে বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবসহ দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আবুল হাসনাত বলেন, আদিব পরিবারের বড় সন্তান ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকস্তব্ধ। তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করছি।