রাজধানী ঢাকার যমুনায় আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মসূচিকে সংহতি জানিয়ে কুষ্টিয়া জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রাজধানী ঢাকার যমুনায় আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মসূচিকে সংহতি জানিয়ে কুষ্টিয়া জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে শুরু হয়ে কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা প্রমুখ রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলো। ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মাওলানা দেওয়ান আব্দুল খালেক, আমিনুল ইসলাম মুলতান, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি মুফতী আব্দুল হামিদ,বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার সেক্রেটার রায়হান আহমেদ, ইসলামি যুব আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি হাফেজ তাওহীদুল ইসলাম, বাংলাদেশ দা"ঈ ইলাল্লহ ফাউন্ডেশন এর সাবেক মহাসচিব মুফতী মুঈনুল হক আহছানী, ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ সাজ্জাদ সাব্বির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম,সদস্য সচিব মুস্তাফিজুর রহমান,ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ মোঃ সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার,সাংগঠনিক সম্পাদক মুফতী মুজাম্মেল হক কাসেমী,দপ্তর সম্পাদক মুফতী আহমাদুল্লাহ হাবিবী,ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদরের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারী মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উপজেলা উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদ, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান সহ সাধারণ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাজধানীর যমুনার কর্মসূচিকে সংহতি জানিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, ক্ষমতাধীন শাসনামলের ১৬ বছরের গুম খুন সহ সকল গণহত্যার বিচারের দাবি জানান বক্তারা।