আমার ভাইরে ছাড়া আমি কিছু খাইনা। কিন্না দিলে, দুইটা দিতে হইবো।

সারাদিনের অফিসের ব্যস্ততা সেরে, চা দোকানে বসেছিলাম ক্লান্ত দেহটাকে একটু শ্রান্ত করার জন্য। হঠাৎ লক্ষ্য করলাম, একটি পথশিশু আনমনা হয়ে বোতল কুড়াচ্ছে। আমি তাকে ডেকে ঝালমুড়ি খেতে সাধলাম। তখন সে বলল আমার ভাইরে ছাড়া আমি কিছু খাইনা। কিন্না দিলে, দুইটা দিতে হইবো। বলছিলাম পথশিশু রহিম(১০) এর কথা। সম্পূর্ণ নাম, রহিম হোসাইন। তাঁর এক ছোট ভাই আছে। নাম, জাহাঙ্গীর হোসাইন(৬)। বড় ভাই  রহিম, ছোট ভাইকে ছাড়া কিছুই বুঝেনা।

সারাদিন সে বাসার কাছেই ঘুড়াঘুড়ি করে, বোতল-প্লাস্টিক কুড়ায়। সময়মত বাসার পাশের মসজিদের মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করে। তাদের মা শান্তা বেগম(২২) পেশায় একজন গৃহকর্মী। সারাদিন অন্যের বাসায় কাজ করে, রাতে বাসায় ফেরে। তাদের বসবাস, রাজধানীর তেজগাঁও রেল ষ্টেশন এর পাশেরই এক বস্তিতে। তাদের বাবা চঞ্চল ইসলাম রফিক(২৮) থেকেও নেই। বেশ বছর চার-পাঁচেক আগে তাদের ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে সে পেশায় একজন ড্রাইভার। 
তাদের মতো এমন বহু নাম না জানা অসংখ্য পথশিশু রয়েছে, আমাদের এই বাংলাদেশে। যাদের কারোর নামমাত্র পরিবার আছে। কারোর আবার তাও নেই। কেউবা ভালোভাবে জীবন-যাপন করার চেষ্টা করে। কেউবা আবার মাদকের আস্কত হয়ে ধ্বংসের পথে এগুচ্ছে। এরা যদি একটু সাহায্যের হাত পায়, তাহলে বদলে যেতে এদের জীবন। বেঁচে যাবে একটা সমাজ।