টাঙ্গাইলের বাসাইলে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে কটুক্তি করায় তাৎক্ষণিক মঙ্গলবার (১৩মে)দুপুরে সখিপুর উপজেলা, পৌর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা কৃষক দল সভাপতি বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি তানভীর আহমেদ শহীদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, যুবদল যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।