আশাশুনি উপজেলাকে ২০০৮ সালের পূর্বের ন্যায় স্বতন্ত্র সীমানা বজায় রেখে সাতক্ষীরা জেলায় ৫টি সংসদীয় আসন ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করে।আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান সভাপতিত্বে ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. আঃ সোবহান মুকুল, সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের নমিনি নূরুল আফছার মোরতাজা, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বিএনপি নেতা কবির আহমেদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জামাল আহমেদ, জামাত নেতা আবুল কালাম, ব্যবসায়ী নেতা আনারুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইয়াছির আরাফাত ড্যানিস ও বাবুল হোসেন।