আশাশুনি উপজেলার বুধহাটায় আইন শৃংখলা রক্ষায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল ৫.৩০ টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ। বুধহাটা তদন্ত কেন্দ্রের সদ্য বিদায়ী আইসি তুষার কান্তি মাহাতোর সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক হোসেন লেলিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত আইসি আঃ রহিম, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিএনপি নেতা খোরশেদ আলম, জামায়াত নেতা ও ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, বিএনপির আঃ ওহাব, মঞ্জুরুল হুদা, রফিকুল ইসলাম বকুল, হাফেজ আছাফুর রহমান, মাওঃ ইউসুফ প্রমুখ।এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম রফি, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন,শওকত হোসেন, মোহব্বত আলী, জামায়েত নেতা নব নির্বাচিত উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ আনারুল ইসলাম,আবু হাসান, ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম সহ আরো অনেকে।  প্রধান অতিথি পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ ওয়াদুদ তার বক্তব্যে বলেন, মুষ্টিমেয় উচ্চাভিলাষী অফিসারের কারনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা ত্রমার মধ্যে আছি, মনোবল চাঙ্গা করে শক্তি নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা দুর্নীতিমুক্ত ভাবে কাজ করতে চাই। মাদক ব্যবসায়ী, জুয়াড়ীদের দমনে আমরা দৃঢ়তার সাথে চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ও আমাদের আন্তরিকতাকে এক করে এলাকাকে সন্ত্রাস, মাদক, জুয়া, চাঁদাবাজী, চুরি-ডাকাতি ও সকল অপরাধমুক্ত করতে চাই।