পিরোজপুরের ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। 

ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার, সাবেক সভাপতি ও ডেইলি অবজারভার এর প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চু  ও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।