গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পচাভুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (১৮) এবং একই এলাকার মনির হোসেন ওরফে জসিম (২০)। দুই জনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন। একইসঙ্গে স্থানীয় দক্ষিণ আইস মার্কেট জুতার ফ্যাক্টরি সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। 

গ্রামবাসীরা জানায় তাদের সম্পর্ক বন্ধুত্ব হলেও তারা সব সময় ঘনিষ্ঠ ভাবে একসাথেই থাকতেন তারা তাদের মধ্যে কখনো কোন ঝামেলা বা কথা কাটাকাটি দেখেননি। সন্তান হারিয়ে দুই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন মৌচাক ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম (পি.পি.এম) জানান, সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫টার দিকে বাসায় ফিরে রিয়াদ হোসেন। পরে পরিবারকে হুজুরের কাছে পানি পরা আনার কথা বলে, বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের কাছ থেকে এও জানা যায় মনিরের শরিরে পক্স হয়েছিল। মঙ্গলবার সকালে গার্মেন্টসে যাওয়ার সময়ে গ্রামবাসীরা দেখতে পায় পামওয়েল বাগানের একটি রেন্টি গাছে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ, এ অবস্থা দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয় পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে