মঙ্গলবার (১৯ আগস্ট)সকাল ৯ ঘটিকার সময় জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।বিকেল চারটায় ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান সড়ক প্রদহ্মিন করে।
উক্ত রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতি দিনাজপুর জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদ আহমেদ (ভারপ্রাপ্ত) সেক্রেটারি দিনাজপুর জেলা বিএনপি, মোকারম হোসেন সিনিয়র সহ-সভাপতি , আখতারুজ্জামান(আখতার),দপ্তর সম্পাদক, সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র, আমিনুল ইসলাম মুন্না, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক , বখতিয়ার আহমেদ কচি জেলা বিএনপির (স্থগিত) সাধারণ সম্পাদক, রেজাউর রহমান রেজা, সদস্য সচিব, দিনাজপুর জেলা যুবদল, রুবেল ইসলাম, ( ভারপ্রাপ্ত) সভাপতি দিনাজপুর জেলা ছাত্রদল, অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসেল আলী চৌধুরী লিমন, আহ্বায়ক দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবক দল।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল আজম সোহেল, সদস্য সচিব, দিনাজপুর জেলা সেচ্ছাসেবক দল, সুমন ডলার, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর জেলা, ও অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।