সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার বুধহাটায় বারসিক এনজিওর এনগেজ প্রকল্পের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় মোকাবেলায় ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাশিদুল হামানের সঞ্চালনায় প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর জাহিদা জাহান মৌ, শিক্ষক মোজাম্মেল হক, আইডিয়ালের নিলুফা ইয়াছমিন স্বপ্না, সাংবাদিক এসকে বাদশা, সাংবাদিক বাবুল হোসেন আলোচনা রাখেন। আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিরূপ প্রভাব এখন গ্রামীণ জীবনে সরাসরি পড়ছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার প্রতিটি ক্ষেত্রে এই প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়। সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠনের মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সোমাইয়া পারভিন রিক্তাকে সভাপতি ও আঃ আলিমকে সাধারণ সম্পাদক করে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।