নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর কর্মীকে প্রকাশ্যে হত্যার চেষ্টা, মারধর ও তার বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১৯ আগস্ট) নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় এই ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাধনগর জোয়ানপুর বাইতুন নূর জামে মসজিদের ওয়াক্তিয়া ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মোঃ ইউসুফ (২৮) কে তাঁর নিজস্ব ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করার সময় জোরপূর্বক বাধা দান করে প্রকাশ্যে হত্যার চেষ্টা ও তার নির্মাণাধীন বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে মাধনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান বিটল (৫২), রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দক্ষিণ হস্ত যুবলীগ কর্মী শাহাদত হোসেন (৪৫) , বিএনপি কর্মী হাসিব মাঝি (৩৮) সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি । উল্লেখ্য যে, ইমাম হাফেজ মোঃ ইউসুফ (২৮) পশ্চিম মাধনগর এলাকার মৃত মোঃ শাজাহান শেখের পুত্র, বিএনপি নেতা সাইদুর রহমান বিটল পশ্চিম মাধনগর নিচা বাজার এলাকার মৃত মোকছেদ আলীর পুত্র , শাহাদত পশ্চিম মাধনগর মাঝি পাড়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র ও হাসিব পশ্চিম মাধনগর মাঝিপাড়ার আব্দুস সাত্তার মাঝির পুত্র ।
এ সময় হামলাকারীরা হাফেজ মোঃ ইউসুফকে মারধর করে ও গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মারধর কারীরা বিরত হয় এবং ইমাম ইউসুফ আলী প্রাণে বেঁচে যান। এ ঘটনায় নলডাঙ্গা থানায় ইমাম ইউসুফ আলী তার প্রাণ নাশের হুমকি রয়েছে মর্মে পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।