সারাদেশের মত জামালপুরেও জাতীয় পরিচয় পত্র সেবা নির্বাচন কমিশন থেকে স্থানান্তর না করার দাবিতে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।
সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে দুই ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদারসহ কর্মকর্তারা। বক্তরা বলেন, ২০০৭-০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহয়তায় ভোটার তালিকা প্রণয়ন করা হয়৷ ভোটারদের সংগৃহীত ডাটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সম্প্রতি সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তরের আলোচনা হচ্ছে। স্থানান্তর না করার দাবি জানান তারা। দাবি না মানা হলে অন্যথা আরও বড় কর্মসূচির হুশিয়ারী দেন তারা।