মোঃ অলিউল্লাহ।। কবরস্থানে মাটি ফেলানো জের ধরে মারামারি কারণে কাহরুল বয়স( ৫৫) নামের ব্যাক্তির মৃত্যু হয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার  ভাঙ্গরা  বাজার থানাধীন  চাবিতলা গ্রামের এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে  প্রেরণ করেছে পুলিশ। চাবিতোলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলেচাবি তোলা   ইউনিয়নের আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় সূত্রে জানা যায়  কাহরুল মুন্সি বাড়ির একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সির সাথে তার চাচা জীবন মুনশি ও  জাহাঙ্গীর মুন্সী পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কবরস্থানের পাশে এলজিডির খাল কাটার চলমান সুবাদে কবরস্থানে কিছু মাটি দেয়ার জন্য বেকু চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সি। তার অনুরোধে কবরস্থানে মাটি দেয়া হয়েছে, এ খবর পেয়ে  জাহাঙ্গীর মুন্সী ছেলে আব্দুল্লাহ কবরস্থানের কাছে কাহারুল মুন্সির সঙ্গে বাগ বিতানরায় জড়িয়ে পড়ে। শুরু হয় এক কথায় দুই কথায় হাতাহাতি শুরু হয়,একপর্যায়ে মারামারি শুরু হয়,  তাকে বেদর কিল ঘুসি দেয়া হয়, কাহরুল মুন্সি মারামারি আঘাত সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লে, স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে উদ্ধার করে, চাবিতোলা স্থানীয়  নুরজাহান হাসপাতালে নেয়া হলে, ওখানকার কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য  হয়। দেবিদ্বার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়, দেবিদ্বার সরকারি হাসপাতালের  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে, বাঙ্গরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন নাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল  হাসপাতালে মর্গেপাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, নিহতের পরিবারের অভিযোগ গ্রহন করা হয়েছে মামলা কার্যক্রম চলছে।