কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কলকিহারা খালের উপর অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় সোমবার সকাল ১১.০০ ঘটিকায় শুভ উদ্ভোধন ঘোষণা করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী।রাজিবপুর উপজেলার ৩নং মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা এরশাদ হোসাইন এর  সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে কাঠের ব্রিজ উদ্বোধন ঘোষণা করা হয়। সরকারি বরাদ্দের অর্থায়নে উপজেলা প্রকৌশলীর সার্বিক সহযোগিতায় এই অস্থায়ী কাঠের ব্রিজ টি নির্মাণ করা হয়। 
স্থানীয় এলাকাবাসীরা জানান,কাঠের এই ব্রিজটি হওয়ার আগে আমাদের চলাচলে অনেক কষ্ট হতো।বিশেষ করে বর্ষাকালে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।ব্রিজটি হওয়ায় আমরা সহজে সাচ্ছন্দ্যে চলাচল করতে পারছি। তবে ব্রিজের উভয় পাশে কাঁচা রাস্তাটি উঁচু করে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। 
ব্রিজ উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন,আমি এই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সর্বাত্বক চেষ্টা করবো সরকারি বরাদ্দের মাধ্যমে  এলাকার উন্নয়ন করার জন্য। এবং উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই।
উদ্ভোধন সভায় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসর প্রাপ্ত অধ্যাপক জননেতা মোখলেছুর রহমান, বাংলাদেশ জামাআতে ইসলামী রাজিবপুর উপজেলা আমীর আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রকৌশলী শরীফ আহমেদ,মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান,বাংলাদেশ জামাআতে ইসলামীর চর আমখাওয়া ইউনিয়ন আমীর আব্দুল মজিদ,বাংলাদেশ জামাআতে ইসলামী মোহনগঞ্জ ইউনিয়ন আমীর আনোয়ার হোসেনসহ আরো অনেকেই।