অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোঃ কফিল উদ্দিন স্বপন (২৯) ও মোঃ ইসলাম উদ্দিন (৫৫) নামের আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ই মে) দুপুরে তাদের কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া কফিল উদ্দিন স্বপন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাইজহাটি গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং মোঃ ইসলাম উদ্দিন একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন গণমাধ্যমকে বলেন, "বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার দিবাগত রাতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে থানায় ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"