কুমিল্লার দেবিদ্বারে সৌদি প্রবাসী বাড়ি ফেরার পথে গাছ ফেলে গাড়ি গতিরোধ করে ২৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনায়, দুই ডাকাত সদস্যকে আটক পূর্বক জেল হাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ
রবিবার (২০ জুলাই) দেবিদ্বার থানা পুলিশ আটককৃত ডাকাত সদস্য সোহাগ হোসেন (২৮) ও দুলাল হোসেন (৪৫)কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃত সোহাগ হোসেন, উপজেলার নবিয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলম এর পুত্র, অপরজন দুলাল হোসেন একই গ্রামের শফিকুল ইসলাম এর পুত্র।
উল্লেখ্য গত ১৬ জুলাই ভোররাত ৪টার সময় মোহনপুর গ্রামের প্রবাসী আশিক সৌদি আরব থেকে বিমানবন্দরের নিদিষ্ট ট্যাক্সি ভাড়া করে নিজ বাড়িতে আসার পথে, দেবিদ্বার থানাধীন নবীয়াবাদ গ্রামের হাই-স্কুল গামী রাস্তার মুখে আসামাত্রই অজ্ঞাত নামা ১০/১২ জন ডাকাত তার গাড়ীটি গতিরোধ করে হাতে থাকা অস্ত্র দিয়ে তাকে হত্যার ভয় দেখায়। কোন উপায় না পেয়ে সে তার সাথে থাকা ২১ ক্যারেট ০৮ ভরি স্বর্ণা, ১০ হাজার ডলার, ১টি ল্যাপট এইচপি, বেশ কয়েকটি মোবাইল ফোন সহ সর্বমোট ২৬ লক্ষ টাকার মালামাল তাদের দিয়ে দেয়। ঘটনায় সে মামলা করলে দেবিদ্বার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত দুই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, ডাকাতির ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনায় আসে। ঘটনার অভিযোগ পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতির সাথে আটক দুই আসামীর জড়িত হওয়ার তথ্য পাই। আটককের পর তাদের জেল হাজতে প্রেরণ করেছি। আরো তথ্য উদঘাটনে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করবো