নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচী খালেদা বেগম (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় তার চাচাতো ভাই সেলিম গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত সেলিমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নশরতপুর গ্রামের আব্দুল খালেক ও আব্দুল বারেক নামের দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে আব্দুল খালেকের ছেলে মিরাজ (অভিযুক্ত মেহেদী হাসান) তার চাচার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে চাচী খালেদা বেগম ও চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে।
পরিবারের লোকজন দু’জনকেই গুরুতর অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেলিমকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।