বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খুলনার দিঘলিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে রবিবার (২০ জুলাই ) বিকাল ৫টায় দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, খুলনা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান টুকু, খুলনা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, খুলনা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপি'র যুবদলের আহ্বায়ক মোঃ এবাদুল হক রুবায়েত, খুলনা জেলা বিএনপি'র স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, খুলনা জেলা বিএনপি'র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন , শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, জেলা মহিলা দলের নেত্রী এ্যাড. সেতারা বেগম, মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান,মাস্টার আব্দুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, মোল্লা সাজ্জাদ হোসেন,খান মোহাম্মদ, কুদরত এ এলাহী স্পিকার, আরিফুল ইসলাম হাসান, আব্দুল কাদের জনি, মামুন রেজা অপু, এস এম শামীম, রিনা পারভীন , পলি আক্তার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল গাজী।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৭২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠনের পথ সুগম হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সকলের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলন মেলার সৃষ্টি হয়। বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রয়াসের ফল।
অনুষ্ঠানটি দিঘলিয়াবাসীর কাছে একটি স্মরণীয় ও গর্বের মুহূর্ত হয়ে থাকবে চিরকাল।