কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরটির গুরুত্ব বিবেচনা করে কেপিআই ভুক্তকরনের লক্ষ্যে ৯ মার্চ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান,কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জাতীয় গোয়েন্দা সংস্থা এন,এস,আই এর সহকারী পরিচালক মো: উজ্জল মিয়া,সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ আমিনুল হক ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলান আল মাহমুদ। উল্লেখ্য সোনাহাট স্থলবন্দরটি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সীমান্তে অবস্থিত। সোনাহাট স্থলবন্দরের বিপরীতে ভারতের আসাম রাজ্যের ধুবুরী জেলার গোলকগঞ্জ সীমান্ত অবস্থিত। স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ২০১২ সালের ২৫ অক্টোবর সোনাহাট স্থল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষনা করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৬ জুন সোনাহাট স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ২০১৮ সালের ১ জুলাই হতে সোনাহাট স্থলবন্দরের সামগ্রিক অপারেশনাল কার্যক্রম চালু হয়। সড়ক পথে ঢাকা হতে কুড়িগ্রাম জেলা সদরের দূরত্ব প্রায় ৩৫১ কিঃমিঃ এবং জেলা সদর হতে সোনাহাট স্থলবন্দরের দূরত্ব প্রায় ৫০ কিঃমিঃ। এছাড়া ভূরুঙ্গামারী উপজেলা সদর হতে সোনাহাট স্থলবন্দরের দুরত্ব প্রায় ১২ কিঃমিঃ। সড়ক পথে এ স্থলবন্দরের সাথে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। সোনাহাট স্থলবন্দর দিয়ে প্রতিদিন আমদানিকৃত পণ্যবাহী গাড়ীর সংখ্যা ৬০-৬৫ টি এবং রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ৫-৭ টি।এ বন্দর দিয়ে অধিকাংশ সময় পাথর আমদানি হয়ে থাকে এবং নভেম্বর হতে মার্চ পর্যন্ত সময় অল্প সংখ্যক টন কয়লা আমদানি হয়। এছাড়াও ভূটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত সকল পণ্য (সুতা ও আলু ব্যতীত), তাজা ফল, ভূট্টা, গম, চাল, ডাল, পিয়াজ, রসুন, আদা, খৈল, টিম্বার, বীজ, শিলপাটা, সুপারি, ফ্লাই অ্যাশ, কাঁচা তুলা, তেতুলের বিচি, ভুসি, মরিচ ও মসলা আমদানি হয় এবং বাংলাদেশ উৎপাদিত সকল পণ্য রপ্তানি হয়। সোনাহাট স্থলবন্দরের গুরুত্ব বিবেচনায় স্থাপনাটি কেপিআই ভুক্ত করার জন্য রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ শরীফ উদ্দিনসহ পরিদর্শন টীমের সদস্যগণ পুরো স্থলবন্দর পরিদর্শন করে বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন।
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্ধর কেপিআই ভুক্তকরণে ডিআইজির স্থলবন্দর পরিদর্শন



