গত ০১/০৩/২০২৫খ্রিঃ হতে ১৬/০৩/২০২৫খ্রিঃ পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষ দিকনির্দেশনা অনুযায়ী কোতোয়ালী মডেল থানা পুলিশের গঠিত চৌকস টিম কর্তৃক বিভিন্ন স্থানে  অভিযান পরিচালনা করে ১৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় এবং ছিনতাকারীদের হেফাজত হতে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়। উক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ছিনতাই মামলা রয়েছে।  ইতোমধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নাম ঠিকানাঃ
১। আব্দুল করিম @ সাকিব @ সাকিবুল হাসান @ হীরা (৪৬), পিতা- মৃত আব্দুল গফ্ফার  @  আব্দুল জব্বার, স্থায়ী : সুরমা ভ্যালী-১০৫, গ্রাম- তোপখানা, উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা -সিলেট, বাংলাদেশ বর্তমান : বিআইডিসি রোড, টেইলার্স মানিক শুক্কুরের বাড়ি, গ্রাম- খাদিমপাড়া (৪ নং ওয়ার্ড), উপজেলা/থানা-শাহপরান (রঃ), জেলা -সিলেট।
২।মোঃ রুবেল মিয়া (২৫), পিতা-মোঃ জিবু মিয়া, মাতা- মোছাঃ রিপা বেগম স্থায়ী : (শান্তিপুর, পোঃ কদমচাল) , উপজেলা/থানা- অষ্টগ্রাম, জেলা -কিশোরগঞ্জ, বর্তমান-: গ্রাম- কুয়ারপাড় (সিকান্দার মিয়ার কলোনী) , উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা -সিলেট।
৩। মোঃ সাহেদ হোসেন (২০), পিতা- মোঃ মনাফ হোসেন মনা, মাতা- মোছাঃ জহুরা বেগম, স্থায়ী : গ্রাম- পানিছড়া (চিকনাগুল ইউ/পি) , উপজেলা/থানা- জৈয়ন্তিয়াপুর, জেলা -সিলেট, বর্তমান-: গ্রাম- শেখঘাট (৭৫ নবাব রোড, পশ্চিম শেখঘাট, আব্দুল হকের বাসা) , উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা-সিলেট।
৪। বাবলু আহমদ (২৫), পিতা- মৃত তমিজ মিয়া, মাতা- মৃত আফিয়া বেগম, স্থায়ী : গ্রাম- শেরপুর (পিটুয়া) , উপজেলা/থানা- মৌলভীবাজার সদর, জেলা -মৌলভীবাজার, বাংলাদেশ বর্তমান : গ্রাম- বাগবাড়ী (নরসিংটিলা, বাসা নং-১৪৮, ২নং গলি, বাগবাড়ী, নূরীয়া মসজিদ গলি, ভাসমান) , উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা -সিলেট।
৫। মোঃ জাকির হোসেন (৩৩), পিতা- মৃত আব্দুস সাত্তার, মাতা- আমেনা বেগম, স্থায়ী : গ্রাম- সাহেববাজার (বাজারতল) , উপজেলা/থানা- এয়ারপোর্ট, জেলা -সিলেট।
৬। রিপন মিয়া (৩১), পিতা- মৃত আব্দুর রহমান, স্থায়ী: গ্রাম- সাউদপাড়া, উপজেলা/থানা- মধ্যনগর, জেলা -সুনামগঞ্জ, বর্তমান-: (বালুচর, ০২নং মসজিদ কলোনী), উপজেলা/থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট,
৭।শরিফ আহমদ @ সাঈদ আহমদ (৩২), পিতা- মোকদ্দছ আলী, মাতা- আমিনা খাতুন, স্থায়ী : গ্রাম- কলকলিয়া (কলকলি) , উপজেলা/থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বাংলাদেশ বর্তমান : (পল্লবী আ/এ (বাসা নং-২৪) , উপজেলা/থানা- জালালাবাদ, জেলা -সিলেট,
৮। ইমরান আহমদ দুলাল (আওয়ামীলীগ নেতা) (৩০), পিতা- হাবিবুর রহমান আবুল, স্থায়ী : গ্রাম- সরুখেল পশ্চিম (পোঃ চতুল বাজার) , উপজেলা/থানা- জৈয়ন্তিয়াপুর, জেলা -সিলেট,
৯। হাবিল আহমদ (২৮), পিতা- আব্দুর রশিদ ওরফে আবু মিয়া, মাতা- হুসনে আরা বেগম, স্থায়ী : গ্রাম- মাটিকাটা (পো: বাদশাগঞ্জ বাজার) , উপজেলা/থানা- ধর্মপাশা, জেলা -সুনামগঞ্জ, বর্তমান-: গ্রাম- পূর্ব পীর মহল্লা (দৌলতপুরের কলোনী, আখলু খার মাজারের পাশে) , উপজেলা/থানা- এয়ারপোর্ট, জেলা -সিলেট।
১০। রফিকুল ইসলাম (১৯), পিতা- মোঃ জজ মিয়া, স্থায়ী : গ্রাম- চরগাঁও, উপজেলা/থানা- তাহিরপুর, জেলা -সুনামগঞ্জ, বাংলাদেশ বর্তমান : গ্রাম- শামীমাবাদ আ/এ (সাদ্দম ও ময়না মিয়ার কলোনী) , উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা -সিলেট।
১১। মোঃ ফারুক মিয়া (৩৫), পিতা- মোঃ বাচ্ছু মিয়া, মাতা- সাফিয়া বেগম, স্থায়ী : গ্রাম- কালীপুর, উপজেলা/থানা- সুনামগঞ্জ, জেলা -সুনামগঞ্জ, বাংলাদেশ বর্তমান : গ্রাম- আম্বরখানা (কামারপট্টি) , উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা -সিলেট। 
১২। মোঃ শুয়েব আহমদ (২৯) পিতা-মৃত আব্দুর রব, সাং-লামাশ্যামপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, বর্তমানে- শামীমাবাদ, ৫নং রোড, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
১৩। রুবেল আহমদ (২৭), পিতা- তোতা মিয়া, সাং-লতিবপুর, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-মেজরটিলা, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট।