তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে — উপ-উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেছেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তির উৎকর্ষে অনেক এগিয়ে গেছে। আগামীর পৃথিবী হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। এজন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, প্রযুক্তির সেরা আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তবে এর অপব্যবহার বর্তমানে বেশি হচ্ছে। এজন্য সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন আবিষ্কারকে গ্রহণ করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও দৈনিক প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ‘স্মার্ট স্কিল ফ্রম লার্নিং টু লিডিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি: বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত
সভাপতি: বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক
সম্মানিত অতিথি: ফরহাদ হোসেন মল্লিক (জাতীয় সাধারণ সম্পাদক, বন্ধুসভা), আব্দুল্লাহ আল মামুন (হেড অব বিজনেস, অনার বাংলাদেশ), আলকামা রমিন (সভাপতি, খুবিসাস), মাছুম বিল্লাহ (সহ-সভাপতি, খুলনা বন্ধুসভা)
স্বাগত বক্তব্য: উত্তম মণ্ডল (খুলনা প্রতিনিধি, দৈনিক প্রথম আলো)
সঞ্চালনা: হাসান মাহমুদ সম্রাট (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা)
কর্মশালার কার্যক্রম
উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় চারটি সেশন—
লিডারশিপ এন্ড কমিউনিকেশন (উপস্থাপক: উত্তম রায়, সাবেক সভাপতি, বন্ধুসভা)
পার্সোনাল ব্র্যান্ডিং: ডিফাইন, ডিজাইন, ডেলিভার (উপস্থাপক: জাফর সাদিক)
ক্যাম্পাস টু ক্যারিয়ার (উপস্থাপক: সামসুদ্দোহা সাফায়েত, ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল)
এআই ফর ইয়ুথ (উপস্থাপক: মোহাম্মদ আলী ফিরোজ, হেড অব প্রোগ্রাম, বিডিজবস ডট কম এবং আব্দুল্লাহ আল মামুন, হেড অব বিজনেস, অনার বাংলাদেশ)
পরে টেক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মোংলা সহ বিভিন্ন জেলার বন্ধুসভার সদস্য এবং খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।