আশুলিয়ায় খেজুরটেক এলাকায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

আশুলিয়ায় খেজুরটেক এলাকায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি ছিলেন মোঃ হালিম, বাবুল হোসেন, আশরাফুল ইসলাম ও মোঃ রহিম। আরো উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম এবং সাইদুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্হানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। দুটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ ৪টি দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল থেকে বিজয়ী দুটি দল ফাইনাল খেলবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দল পাবে ৩২ ইঞ্চি টিভি এবং রানার্সআপ দল পাবে ২৪ ইঞ্চি টিভি। উদ্বোধনী ম্যাচে খেলায় অংশগ্রহণ করে কেটি ওয়ারিয়র্স ক্লাব ও দিশেহারা ক্লাব।গতবারের চ্যাম্পিয়ান দিশেহারা ক্লাব কেটি ওয়ারিয়র্স ক্লাব কে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম বিজয়ী স্বাধ গ্রহণ করে। প্রধান অতিথি শফিকুল ইসলাম শফিক বলেন, বর্তমান যুব সমাজ ইয়াবার মরণ নেশার ছোবলে আসক্ত। মাদক থেকে যুব সমাজ কে বাঁচাতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে আত্মার ও ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি হয় এবং যুব সমাজকে মাদক থেকে দুরে রাখবে। যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় উৎসাহী করতে হবে। আমি সরকারের নিকট আবেদন করছি,প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ দেওয়ার জন্য। বাংলাদেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা।আমি আশাবাদী বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে।