চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাইকৃত সিএনজিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই মুহাম্মদ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মহিন (২৬)। তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত সিএনজিসহ মহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।