কুষ্টিয়ার খোকসা থানাধীন গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মাত্র ৪ বছরের শিশু রোজা, পিতা- রমজান আলী, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পাখি ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছে।

ঘটনাটি ঘটে ২২ মার্চ ২০২৫, দুপুর ২টা ১০ মিনিটের দিকে। বাড়ির সামনের রাস্তায় খেলার ছলে রাস্তা পার হওয়ার সময় পাখি ভ্যানটি শিশুটিকে সজোরে ধাক্কা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পথচারীরা শিশুটিকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৯৭৪, তারিখ- ২২/০৩/২০২৫ ইং। এসআই (নি:) মো: আবু সায়েম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। শিশুটির দাদা মো: ইশারত আলীর লিখিত আবেদনের প্রেক্ষিতে, বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার জন্য দায়ী পাখি ভ্যান চালককে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এলাকাবাসী বলছেন, গ্রামীণ সড়কগুলোতে অবৈধ ও বেপরোয়া যান চলাচল দিন দিন বাড়ছে। শিশু-কিশোর, এমনকি বৃদ্ধরাও অনিরাপদ হয়ে পড়ছেন। সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রামীণ সড়কে নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার না হতে হয়।