শনিবার (৩০ আগষ্ট )বিকেল ৫টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময়ে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ- সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু'র উপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই। যারা সম্পূর্ণ অন্যায় ভাবে নুরুল হক নুরুর উপরে হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারা বাংলাদেশে কঠোর আন্দোলনে যাবে গণধিকার পরিষদ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিরোজপুর গণঅধিকার পরিষদ জেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।