সাধারণ মানুষ মনে করেন, বৈষম্য বিরোধী ছাত্ররা গন অভ্যুত্থানের পর ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে বিভিন্ন সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধ সহ সবশেষ 'জাতীয় নাগরিক কমিটি' নামে রাজনৈতিক দল ঘোষণা এর পেছনে অন্যতম কারণ।

৫ ই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এক মাস পার হয়ে গেলেও শিক্ষার্থীরা পুরোপুরি ক্লাসে ফিরেনি।

সাধারণ মানুষ মনে করেন, বৈষম্য বিরোধী ছাত্ররা গন অভ্যুত্থানের পর ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে বিভিন্ন সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধ সহ সবশেষ 'জাতীয় নাগরিক কমিটি' নামে রাজনৈতিক দল ঘোষণা এর পেছনে অন্যতম কারণ।

মানুষের ধারণা, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের প্রতি ভালোলাগা থেকে ক্ষমতার প্রতি ভালোবাসা তৈরি হতে শুরু করেছে। এতে ছাত্রদের স্বাভাবিক শিক্ষা ও মেধা-মননের উপর বিরূপ প্রভাব পড়বে যা দেশের উন্নত ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। কেননা শিক্ষাই জাতির মেরুদন্ড। ছাত্ররা প্রথমে তাদের লেখাপড়া শেষ করে মেরুদন্ড সোজা করে দাঁড়াবে তারপর রাজনীতি-নেতৃত্ব-ক্ষমতা, দিল্লি বহুদূর। তাই শিক্ষক অভিভাবক ও সুশীল সমাজ আশা করে খুব দ্রুত সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলো ছাত্র ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এবং শিক্ষা ব্যবস্থা তার স্বাভাবিক গতি ও পরিবেশ ফিরে পাবে।