ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে জলঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন শিক্থা প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম বন্ধ রাখা হয়। জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,আলহেরা মাধ্যমিক বিদ্যালয়,ব্রাক,অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ও সড়কে অবস্থান নেন।পরে সম্মিলিতভাবে স্থানীয় জিরো পয়েন্টে এসে একত্রিত হয়ে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে।
শিক্ষকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনে অংশ নেন। তাদের দাবি, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত এবং বিশ্ব নেতাদের উচিত এই বিষয়ে কার্যকর ভূমিকা পালন করা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে।’ তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সেসব দেশকে বয়কট করার দাবি জানান।সরজমিনে দেখা গেছে, শিশুরাও এই বিক্ষোভে অংশ নিয়েছে। রাজপথে দাঁড়িয়ে তারা 'স্বাধীন ফিলিস্তিন চাই', 'ইসরায়েলের বিচার চাই'সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।এই আন্দোলন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ নামক আন্তর্জাতিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ এপ্রিল) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।জলঢাকা উপজেলার বিভিন্ন স্কুল কলেজ কর্তৃপক্ষও এই কর্মসূচির প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা মুখ্য সংগঠন সাবাব তানজিম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব রক্সি,সাব্বির হোসেন, ইকবাল জিয়াদসহ অন্যান্য দলের নেতাকর্মীবৃন্দ।