সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে লামা পুঞ্জি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে লামা পুঞ্জি ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
লামাপুঞ্জির হ্যাডম্যান রিশন কংওয়াং এর সভাপতিত্বে ও
মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও লিটন পাত্রের যৌথ সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, হোসেন আহমদ, কোষাধ্যক্ষ ফরহাদ আহমেদ,
নকশিয়া পুঞ্জির হেডম্যান ওয়েলকাম লম্বা, ইউপি সদস্য মুসা মিয়া, ব্যবসায়ী লিন লামিন, ব্যবসায়ী ও সমাজসেবক খয়রুল ইসলাম,
যুবদল নেতা জসিম উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ, মধ্য জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির সানী, মধ্য জাফলং ইউনিয়ন যুবদল নেতা রুবেল আহমদ প্রমুখ।
আয়োজিত এ জমজমাট ফাইনাল ম্যাচে লামাপুঞ্জি ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় রুবিনা এফসি ফুটবল দল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।