ঈদকে সামনে রেখে গাজীপুরের চৌরাস্তায় যানজট ও ফুটপাতের হকার মুক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।গাজীপুর পুলিশ কমিশনার মহোদয় ডঃ নাজমুল করিম খন্দকার এর দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা হয়। কারণ প্রতিবছর ঈদের সময় তীব্র যানজট শুরু হয় চৌরাস্তায়। তাই এবার ঈদকে সামনে রেখেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের মহান এই উদ্যোগ গ্রহণ করায় নগরবাসী এবং গাজীপুরে চাকুরীজীবী মানুষ অত্যন্ত খুশি। কারণ এই যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা এমনকি দিন শেষ হয়ে যায় তাই সাধারণ জনগণ এর মনেও স্বস্তি ফিরে এসেছে।ফুটপাতের হকার মুক্ত উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আর ও উপস্থিত ছিলেন বিএনপির
মহানগর ,থানা, এবং ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী মহাসড়ক যানজট নিরসন ও হকার মুক্ত রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মহোদয় সাথে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন । পরিশেষে কমিশনার মহোদয় সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীদের কে আন্তরিক ধন্যবাদ জানায় গাজীপুর বিএনপি নেতা কর্মীরা।