সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবীতে বিক্ষোভ করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। এসময় আন্দোলনকারীরা ‘কোটা না মেধা - মেধা মেধা’,আমার ভাইয়ের রক্ত কেন, আমার বোনের রক্ত কেন,বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর ‘বঙ্গবন্ধুর বাংলায় - বৈষম্যের ঠাঁই নাই;কোটা-বৈষম্য নিপাত যাক -মেধাবীরা মুক্তি পাক ইত্যাদি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি - বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা-বৈষম্য থাকবে না। আমরা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। বিশ্বিবিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী বাঁশ, কাঠের লাঠি ও লোহার রড হাতে নিয়ে মিছিল বের করে এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাস্তায় বের হওয়ার পায়তারা চালাচ্ছে। ওপরদিকে তাদেরকে প্রতিহত করার জন্য গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা মিশিল সমাবেশ সহ নানা ধরনের কর্মসূচি ডাক দিয়েছেন। দুপক্ষের এই পাল্টাপাল্টি রুপরেখা দেখে গোপালগঞ্জ বাসী অতঙ্কিত।গোপালগঞ্জ সদর থানার ওসি তার পুলিশ বাহীনি নিয়ে শান্তি সৃঙ্খলা রক্ষা করার লক্ষে সার্বক্ষনিক দায়িত্ব পালন