রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার (২৮) মৃত্যুর পর ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।



মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।

এর আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাসেল তার ভক্ত নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। শুক্রবার দরবারে হামলা ও ভাঙচুরের সময় তার ওপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফের হামলার শিকার হন তিনি। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, নিহত রাসেলের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা ৩৫০০ থেকে ৪০০০ জনকে আসামি করে গোয়ালন্দ থানায় হত্যাসহ অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখম এর অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।