মেয়াদ পূর্ণ হওয়ার পরেও পাচ্ছে না তাদের টাকা বছরের পর বছর ঘুরছে গ্রাহক ফারইস্ট নামক এই বীমা কোম্পানির দ্বারপ্রান্তে বিগত সরকারের আমলে চেটেপুটে খাওয়ার কারণে এই কোম্পানির তহবিলে এখন কিছুই নাই তাইতো বারবার কথা দিয়েও গ্রাহকদের কাছে তারা হয়ে গেছে বাটপার কোম্পানি সরজমিনে গাজীপুর রিজিওনাল অফিসে তেমন কাউকে না পেলেও সিনিয়র অফিসার মাসুদ রানা তুলে ধরেন কোম্পানির দুর্দশার কারণ!

বিগত সরকারের আমলে ফারিষ্টের কাছ থেকে লোন নামক তহবিল আত্মসাৎ করেন বিভিন্ন আমলারা""" এস আলম গ্রুপ ই নিয়েছে কোম্পানির ৯০% তহবিল সরকার পতনের পরে বীমা কোম্পানি পড়েছে মহাবিপদে আত্মসাৎ কৃত ব্যক্তির সম্পদ থাকলেও সেখান থেকে কোম্পানির টাকা উত্তোলনে কোন রাস্তা তারা পাচ্ছে না গ্রাহকদের কাছে হয়ে গেছে বাটপার কোম্পানি গাজীপুর চৌরাস্তার রিজিওনাল অফিসে এক সময় ছিল শত শত অফিসার ডেক্স এখন মাত্র দুইটা ডেক্স বিদ্যমান মনের দুঃখে আইটি অফিসার শহীদুল্লাহ কায়সার চাকরি ছেড়ে দিয়েছেন কথা হলো তার সাথেও কি করবো ভাই গ্রাহক এসে গালিগালাজ করে নিজের কাছে খারাপ লাগে কিছু করতে না পারার কারণে কত ফাইল আটকে আছে তার কোন হিসাব নাই একজন গ্রাহক অনেক স্বপ্ন নিয়ে এখানে টাকা ইনভেস্ট করে ১০ বছর ১৫ বছর পরে সেই টাকাটা নিয়ে সে কিছু একটা করবে সেই টাকা যখন আমরা দিতে পারি না কি অবস্থা হয় একটু বোঝার চেষ্টা করেন রাবিয়া বেগম এককালীন বীমা করেছিলেন মাত্র ৬৫ হাজার টাকা সেটাই এখন কোম্পানি দিতে পারছে না তিনি চরম অসুস্থ চিকিৎসার জন্য ২০২১ সাল থেকে ফারিষ্টের অফিসে ঘুরছে টাকাটা এখনো পায় নাই এরকম হাজারো রাবেয়া ফারইষ্ট অফিসে   এসে ঘোরাঘুরি করছে   কর্মকর্তারা নিরুপায় হেড অফিসেরই কোন ঠিকানা নাই তারা কি করবে টাঙ্গাইল থেকে এসেছেন সাইদুল ইসলাম ১৫০০ টাকা করে ১০ বছরের ডিপিএস চালিয়েছেন এককালীন টাকাগুলো নিয়ে কিছু একটা করবে কিন্তু গাজীপুর অফিসে এসে তার চোখ ছানাবড়া কারণ ১০ বছর আগের টাকাই এখনো পায় নাই সে কিভাবে টাকা পাবে এটা তো স্বপ্নের ব্যাপার নির্বাক চোখে তাকিয়ে  অফিসের দিকে  আড়াই লক্ষ টাকা কবে হবে তার কোন গ্যারান্টি কেউ দিতে পারছে না ডিভিশন ইনচার্জ এর সাথে কথা বলার চেষ্টা করা হয় কি বলবে তিনি তাই কথা বললেন না কিন্তু এভাবে তো চলতে পারেনা লক্ষ লক্ষ মানুষের টাকা কিভাবে দিবে ফারিস্ট এখন এটাই তো ভাবনা প্রত্যেকটা গ্রাহক ভেবেছিল এটা হয়তো ইসলামী ব্যাংকের কোন শাখা এখানে টাকাটা রাখলে হান্ডেট পার্সেন্ট নিরাপদ কিন্তু এখন জানা যাচ্ছে এটা ইসলামী ব্যাংকের কোন শাখা নয় কিন্তু নামটাই ছিল চমক ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স  কোম্পানি   নামের  কারণে এখন জমে টানছে  গ্রাহকদের কে!!! কান্নায় ভারী হয়ে ওঠে প্রতিদিন অফিস প্রাঙ্গণ হেড অফিস সাথে যোগাযোগ করলে কোন সদ উত্তর মিলে না কি করবে গ্রাহকগুলো এখন কিভাবে পাবে তাদের টাকা কে  দেবে এই প্রশ্নের উত্তর