বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপি'র পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে এ পথ সভার আয়োজন করা হয়।
পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন সাবেক ডাকসু এজিএস, সাবেক সাংসদ আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী সহ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে পথ সভায় মিলিত হয়। সভায় লক্ষাধিক নেতাকর্মী সমর্থক উপস্থিত হয়েছে বলে জানা গেছে।