যশোরে ছুরি দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামে অভিযুক্ত এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন।

 স্কুলছাত্রীর স্বজনরা জানান, শিশুটি বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে ফেরিওয়ালা ছুরি দেখিয়ে তাকে ধর্ষণের বিষয়টি মাকে জানায়। পরিবারের সদস্যরা মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আর অভয়নগর থানায় গিয়ে ধর্ষণের বিষয়টি জানান।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।’
 
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে তার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।